১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন ২০২৩
আসসালামুয়ালাইকুম। আপনি কি ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন খুজতেছেন।? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আপনাদের মাঝে যে আর্টিকেলটা নিয়েছি তা থেকে আপনি জানতে পারবেন 10000 টাকার মধ্যে যে সকল মোবাইল ফোন পাওয়া যায় সেসব মোবাইল ফোনের তথ্য এবং দাম। চলুন তাহলে আজ আর্টিকেল থেকে মোবাইলের সম্পূর্ণ তথ্য গুলো জেনে নেই ।২০০০ সাল এরপর থেকে আমাদের দেশে মোবাইল ব্যবহার দিন দিন বৃদ্ধি পেড়ে যাচ্ছে। বিশেষ করে ২০১২ সালের পর থেকে এন্ড্রয়েড মোবাইল অর্থাৎ স্মার্ট ফোন ব্যবহারের চাহিদা প্রচুর বেড়েছে। এই ধরনের স্মার্টফোনগুলো সাধারণত ৫০০০ টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে কিন্তু ব্যবহারে চাহিদা এবং ফোনের ফিচার অনুসারে এ মোবাইল এর দামের অনেক ভিন্নতা রয়েছে।
তবে সবার কেনার সাধ্য একই পর্যায়ে নেই। কেউ কেউ কম দামে আবার কেউ কেউ বেশি দামের স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকে। তবে আজকে আপনাদের সেরা মোবাইল ফোনের দাম সম্পর্কে তুলে ধরবো। যেগুলো হয়তো আপনার সাধ্যের মধ্যে।
এছাড়া মোবাইলের কনফিগারেশন গুলো তুলে ধরা হচ্ছে যাতে করে কেনার পূর্বে সতর্ক থাকতে পারেন। কারণ আপনি একটি মোবাইল আপনার কষ্ট টাকা দিয়ে কিনবেন। কিন্তু এত টাকা দিয়ে মোবাইল কেনার পর যদি আপনি সেটা দীর্ঘদিন ব্যবহার করতে না পারেন তাহলে হয়তো সব দিক দিয়ে আপনি ধরা পড়ে যাবেন। চলুন আজকে আপনাদেরকে ১০ হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলো দেখাই।
১০ হাজার টাকার মধ্যে আইটেল ফোন
আমাদের দেশে ১০০০০ টাকার মধ্যে মোবাইল কেনার প্রতারণা অনেক বেশি দেখা যায়। অর্থাৎ মোবাইল কেনার অধিকাংশ গ্রাহক ১০০০০ টাকার মধ্যে মোবাইল কিনতে আগ্রহী থাকে। আর এই বাজেটের মধ্যে সেরা ফোন হচ্ছে আইটেল ব্রান্ড... যদি আপনি এই বাজেটের মধ্যে মোবাইল নিতে চান তাহলে প্রথমেই আইটেল এর দিকে না তো দিতে হবে। চলুন আইটেল এর কয়েকটি মডেল দেখে নেয়া যাক।আইটেল ভিশন ফাইভ
নামের তুলনায় এ মোবাইলটি ডিসপ্লে এবং ব্যাটারি এম্পিয়ার অনেক বেশি। এছাড়াও এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এডভান্স লেভেলের কনফিগারেশন। কোন বাজেটের মধ্যে এই মোবাইলটির সেরা বলে অনেকেই মনে করেন। এই মোবাইলের কনফিগারেশন গুলো দেখে নেয়া যাক।১। মুক্তির তারিখ
আই টেল ভিশন ৫ মোবাইল ফোনটি রিলিজ হয় ২০২২ সালের অক্টোবর মাসে
২। নেটওয়ার্ক { network}
ফোনটিতে রয়েছ্ব 3G, 4G নেটওয়ার্ক সাপোর্টেড। জা এই দামে অনেক ভালো।
৩। ডিসপ্লে
ফোনটিতে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে।
ফোনটির ডিসপ্লে এইচডি প্লাস ৬২০* ১৬০০ মেগাপিক্সেলের
৪। ওজন
ফোনটির ওজন ১৮৭ গ্রাম। যা মোটামুটি ঠিকঠাক আছে। এবং যথেষ্ট হালকা
৫। ভার্সন
ফোনটির ও এস ভার্সন এন্ড্রয়েড ১২। যা কিনা বর্তমান সময়ের জন্য সবচেয়ে ভালো।
৬। প্রসেসর
ফোনটিতে প্রসেসর হিসেবে একটা কোড ১.৬ GHZ দেওয়া হয়েছে., এই দামের মধ্যে মোটামুটি ভালো একটি প্রসেসর দিয়েছে
৭। ফোনটিতে জিপিইউ হিসেবে আইএমজি৮৩২২ থাকছে.
৮। চিপসেট
ফোনটিতে চিপসের হিসেবে থাকছে Unisoc SC986A {28}nm বেশি একটা ভ চিপসেট দেয়নি।
৯। RAM
ফোনটিতে ৩ জিবি ও 4gb ram। দাম যথেষ্ট ভালো রাম দেওয়া হয়েছে।
১০।ROM
৩২ জিবি ROM ও ৬৪ জিবি ROM দেওয়া হয়েছে যা মোটামুটি ভালো
১১। পিছনের ক্যামেরা
পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরাটির ফিচার হলো অটো ফোকাস। এলইডি ফ্ল্যাশ, ৪ এক্স জুম ইত্যাদি। ভিডিও রেকর্ডিং এর জন্য ফুল এইচডি ১০৮০পি এর সুবিধা রয়েছে যা অনেক ভালো ছবি তুলতে সক্ষম।
১২। সামনের ক্যামেরা
সেলফির জন্য পাঁচ মেগাপিক্সেল একটি ক্যামেরা দেওয়া হয়েছে যা মোটামুটি ভালই
১৩। ব্যাটারি
ফোনটির ব্যাক-আপ এর জন্য পাঁচ হাজার এমএইচ এর একটি বিশাল বড় শক্তিশালী মোবাইল ব্যাটারি দেওয়া হয়েছে। এবং ব্যাটারীতে দ্রুত চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 18 ওয়ার্ড ফাস্ট চার্জিং সুবিধা। এর সাথে রয়েছে ১৮W ফাস্ট চার্জার।
১৪। দাম
মোবাইলটি অফিসিয়াল দাম ৯৬৯০ { ৩ জিবি +৩২ জিবি}
১১৪৯০ {৪ জিবি + চৌষট্টি জিবি}
সিদ্ধান্ত:
বর্তমানে দশহাজার টাকা দামের মধ্যে মোবাইলটি অনেক ভালো তাছাড়া যথেষ্ট ফিচার সহ মোবাইলটি পাওয়া যাচ্ছে ।যদি মোবাইলটি ভালো লাগে তাহলে আপনি নিতে পারেন
আইটেল ভিশন ২ {Itel vision}
এই বাজেটের মধ্যে আইটেল এর আরেকটি মোবাইল রয়েছে যেটি কোনফিগারেশন এবং ফিচার গুলি অনেক হাই। এই মোবাইল ফোনের যে ফিচার গুলি ব্যবহার করা হয়েছে সেগুলো বাজেট ফ্রেন্ডলি মোবাইলের কনফিগারেশন।আইটেল ব্রান্ড নিতে আপ্নারা যারা পছন্দ করেন তারা এই মডেলটি নেয়ার জন্য দেখতে পারেন
মোবাইলের কনফিগারেশন
সংক্ষিপ্ত
·
ভারতে দাম 7799
·
ক্যামেরা 13 MP+2
MP
·
ডিসপ্লে 6.6
Inches
·
RAM 2
GB
·
স্টোরেজ 32 GB
· ব্যাটারি 4000 MAH
·
মুক্তির তারিখ APRIL 27,2021 OFFICIAL
·
ব্রান্ড ITEL
·
মডেল VISION
2
·
অপারেটিং সিস্টেম ANDROID V10 [ Q]
·
সিম স্লোটস
DUAL SIM , GSM+GSM
·
সিম সাইজ SIM1;NANO. SIM 2 NANO
·
নেটওয়ার্ক 4G Available
·
ফিঙ্গারপ্রিন্ট সেনসর yes
·
RARE CAMERA 13 MP+ 2 MP
· ফ্রন্ট ক্যামেরা 8MP
· ডিজাইন
· রং DEEP BLUE,GREEN
·
স্কিন সাইজ 6.6 INC [16.76] CM
·
তিন রেজোলিউশন 720 X 1600 PIXELS
·
পিক্সেল ঘনত্ব 266 PPI
·
ডিসপ্লে টাইপ IPS LCD
· টাচ স্কিন YES
·
প্রফেসর OCTA
CORE 1.6 GHZ
·
RAM 2 GB
·
ইন্টারনাল মেমোরি 32 GB
· এক্সপার ডবল মেমোরি UPTO 128 GB
·
ক্যামেরা সেটআপ SINGLE
·
রেজোলিউশন
13 MP Primary camera , 2MP Macro camera
·
ফ্লাশ Yes ,
LED Flash
· সেটিংস Iso Control
· শ্যুটিং মোডস |
Continuous
Shooting, High Dynamic Range Mode (HDR) |
· ক্যামেরা ফিচার্স |
Auto Flash, Face Detection and Digital Zoom,Touch To Focus |
· ভিডিয়ো রেকর্ডরিং |
Yes |
· Frnt camera | 8 MP F
2.0 Primary Camera |
মোবাইল কেনার পূর্বে লক্ষনীয় বিষয়:
আপনার বাজেট কম বা বেশি জাই হোক না কেন মোবাইলে কেনার পূর্বে আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে নির্বাচন করতে হবে আপনি কোন কাজে আপনার স্মার্টফোনটি ব্যবহার করবেন। যেমন আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে আপনার উচিত অবশ্যই ফোনের ক্যামেরা সাইটটি নজর দেয়া।আবার যদি আপনি গেম খেলতে পছন্দ করেন তাহলে হার্ডওয়ার পারফরম্যান্সের দিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি সাধারণভাবে ব্যবহার করতে চান তাহলে সকল বিষয়ে নূন্যতম ফিচার থাকতে হবে। আর যদি ব্যাটারি ব্যাকআপ দীর্ঘক্ষণ থাকে তাহলে সেই উপর আপনাকে নিতে হবে।
সতর্কতা :
মোবাইল এটা আপনার প্রয়োজনীয় একটা জিনিস। আপনি সেটাকে বিভিন্ন কাজে ব্যবহার করবেন। যেহেতু জিনিসটা আপনি ব্যবহার করবেন সে জন্য আপনাকে ভালোভাবে চিন্তা করি তারপর মোবাইল কিনতে হবে।
আর একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কখনো সেকেন্ড হ্যান্ড ফোন কেনা যাবে না। যদি আপনার পরিচিত কেউ বিক্রি করে তাহলে আপনি দেখেশুনে নিতে পারেন কিন্তু কোন অপরিচিত ব্যক্তির কাছ থেকে কখনোই মোবাইল কিনবেন না ।
আর হ্যাঁ আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রয়োজন মোবাইল কেনার ক্ষেত্রে যে মোবাইলের কাগজ আই এম ই আই নাম্বার ঠিক আছে কি না। আপনাকে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে।
কারণ বর্তমানে অনেক ছিনতাইকারী ফোন ছিনতাই করে কম দামে বিক্রি করে থাকে। কেউ যদি থানায় মামলা করে থাকে আর আপনি সেই ফোনটি কিনে থাকেন তাহলে পুলিশ কিন্তু আপনাকেই ধরবে।
সেজন্য কিছু টাকা লাভের দিক দিয়ে লক্ষ্য করে কখনো ঝুঁকিতে যাবেন না । কথায় আছে না টাকার জীবন বড়। আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমাদের অন্যান্য পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ রইল। এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ।