এয়ারটেল বন্ধ সিম অফার ২০২৩
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি । আশা করি আল্লাহ তায়ালার বিশেষ রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এয়ারটেল বন্ধ সিম অফার। এয়ারটেল বন্ধ সিম অফার যারা খুঁজছেন তাদের জন্য নিঃসন্দেহে একটি অসাধারণ অফার হতে চলেছে।
যারা অনেকদিন যাবত এয়ারটেল সিম বন্ধ রেখেছেন, ব্যবহার করেননি তাদের জন্য আজকের এই অফার। এই অফার গুলো নিয়ম ব্যবহার করতে আপনাকে উদ্বুদ্ধ করবে হয়তো। Airtel Bondho Sim Offer 2023 ।
আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা জানবো এয়ারটেল অপারেটর এর বন্ধ সিমের অফার ২০২৩। আমরা অনেক সময় বন্ধ সিম অফার গ্রহণ করার জন্য আমাদের কাঙ্ক্ষিত সিম নাম্বারটি বন্ধ করে রেখে দেই।
আবার নির্দিষ্ট একটি সময় আমাদের এয়ারটেল সিম বন্ধ সংযোগের আওতায় এলে আমরা নতুন কয়েকটি বন্ধ সংযোগের অফার পাই কিন্তু আমরা অনেকেই এয়ারটেল বন্ধ সিম অফার Airtel Bondho Sim
Offer 2023 সম্পর্কে জানিনা। কিভাবে এয়ারটেল বন্ধ সিমের অফার আপনার মোবাইলে চালু করবেন সেটি আজকে জানাবো।
এয়ারটেল
বন্ধ
সিম
অফার
২০২৩
এয়ারটেল
তাদের গ্রাহকদের বন্ধ সিম চালু করলেই ৩ জিবি ইন্টারনেট
এবং ৪০ মিনিট টকটাইম
দেওয়ার ঘোষণা দিয়েছে। যে সকল এয়ারটেল
সিম দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে থাকে সেগুলো চালু করার জন্য লোভনীয় অফার দিয়ে থাকে আমাদের এই সিম কোম্পানিগুলো।
এয়ারটেল ও তার ব্যতিক্রম
ন... বর্তমানে airtel এর বেশ কিছু
আকর্ষণীয় অফার প্রচলিত আছে। ইন্টারনেট বান্ডেল এবং মিনিট বান্ডেল উল্লেখযোগ্য।
আপনার
যদি এয়ারটেল সিম তিন মাসের অধিক সময় ধরে ব্যবহৃত থেকে না থাকে তবে
আপনি এই অফার গুলো
আওতাভুক্ত হবেন। তবে আরেকটি কথা প্রযোজ্য তা হলো আপনাকে
অবশ্যই চেক করে নিতে হবে আপনি অফার পাবেন কি না। সেজন্য
আপনাকে ডায়াল করতে হবে *৯৯৯# ।
১২ টাকার রিচার্জে ৩ জিবি ইন্টারনেট অফার মেয়াদ ১৫ দিন।
১২{বারো} টাকা রিচার্জে ৩ জিবি ইন্টারনেট নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার অবহৃত এয়ারটেল সিম চালু করতে হবে। তারপর 12 টাকা রিচার্জ করতে হবে।{১২} বারো টাকা রিচার্জ করার পর আপনি পাবেন ৩ জিবি ইন্টারনেট শুধুমাত্র ফেসবুক এবং instagram ব্যবহার করার জন্য। তিন গিগাবাইট ইন্টারনেট এর মেয়াদ থাকবে ১৫ দিন।
৫৪ টাকা রিচার্জে তিন{৩} জিবি ইন্টারনেট মেয়াদ পাঁচ দিন।
এই অফারটি সকল ধরনের ইন্টারনেট ব্যবহার করার জন্য আদর্শ প্যাকেজ। কারণ এই প্যাকেজটি গ্রহণ করলে আপনি অনেক ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।
শুধুমাত্র ফেসবুক এবং instagram ব্যবহার করার জন্য প্রযোজ্য তবে খেয়াল রাখতে হবে আগে যে ব্যাক্তির কথা বলেছি সেটি ১২ টাকা ।
রিচার্জে এবং যেটা নিয়ে বলতেছি এখন সেটা ৫৪ টাকা রিচার্জে বান্ডেল। এছাড়া আরও একটি আকর্ষণীয় প্রচলিত অফার রয়েছে সেটা হচ্ছে ৩৪ টাকা রিচার্জে। সে সম্পর্কে আমরা পরে আলোচনা করছি চলুন তবে দেখে নেয়া যাক ৫৪ টাকা রিচার্জে আপনি কিভাবে তিন গিগাবাইট ইন্টারনেট পাব।
প্রথমে আপনাকে আপনার বন্ধ সিম চালু করতে হবে। এরপর ফ্লেক্সিলোডের দোকান থেকে আপনার এই বন্ধ এয়ারটেল সিমে ৫৪ টাকা রিচার্জ করতে হবে। আপনি যদি ৫৪ টাকার বেশি বা তার কম রিচার্জ করেন তাহলে আপনি এই অফারটি পাবেন ...
বিকাশ বা রকেট একাউন্ট থেকে রিচার্জ করলে এই ইন্টারনেট বান্ডেল প্রযোজ্য হবে না। রিচার্জ এর আগে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে
৩৪ টাকা রিচার্জে ১ জিবি এবং ৪০ মিনিট টকটাইম মেয়াদ ৭ দিন
এটা airtel এর একটি আকর্ষণীয় অফার। আপনি যদি ইন্টারনেট এবং টকটাইম একসাথে পেতে চান তাহলে এই অফারটি আপনার জন্য। এই অফারের কোন বিকল্প নেই।
কারণ আপনি একজন ইন্টারনেট পাচ্ছেন ইন্টারনেট ব্রাউজার এর জন্য এবং ৪০ মিনিট কথা বলার জন্য যা সকল নাম্বারে কল দেয়ার জন্য প্রযোজ্য হবে। তাহলে আর দেরি কেন যদি আপনার বন্ধ সিম থেকে থাকে তাহলে এখনই টা চালু করুন এবং ৩৪ টাকা রিচার্জ করে উপভোগ করুন ১ জিবি ইন্টারনেট এবং ৪০ মিনিট টক টাইম ৭ দিনের জন্য।
তবে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন আর তা হলো আপনার সিমটি অবশ্যই দুই মাসের অধিক সময়ের জন্য বন্ধ থাকতে হবে তাহলেই আপনি এই অফারটি নিতে পারবেন ।
আর একটি কথা বললেই নয় তা হলো আপনাকে অবশ্যই ফ্লেক্সিলোডের মাধ্যমে রিচার্জ করতে হবে।
এয়ারটেল বন্ধ সিম রিচার্জ অফার এয়ারটেল বন্ধ সিম অফার ২০২৩
১।১৮ টাকা রিচার্জ
অফার
·
২৪
মিনিট অফ টাইম
·
২৪
এসএমএস
·
মেয়াদ
৭ দিন
·
শুধুমাত্র
একবার নিতে পারবেন
২। ২৩ টাকা
রিচার্জ
অফার
·
আপনি
পাবেন ৩৬ মিনিট টক
টাইম
·
১
জিবি ইন্টারনেট
·
মেয়াদ
থাকবে তিন দিন
·
যত
খুশি ততবার
৩। ৩৪ টাকা
রিচার্জ
অফার
·
আপনি
পাবেন ৫৫ মিনিট টক
টাইম
·
৩০
এসএমএস
·
মেয়াদ
থাকবে ১৫ দিন
·
শুধুমাত্র
একবার ব্যবহার করতে পারবেন
৪। ৪৬ টাকা
রিচার্জ
অফার
·
আপনি
পাবেন ৭৫ মিনিট
·
সাথে
থাকছে ৭৫ এসএমএস
·
মেয়াদ
থাকবে ৩০ দিন
·
শুধুমাত্র
একবার ব্যবহার করতে পারবেন
৫। ৪৪ টাকা
রিচার্জ
অফার
·
আপনি
পাচ্ছেন ৪৫ পয়সা মিনিট
·
পাঁচ
জিবি ইন্টারনেট
·
কোন
মিনিট প্যাক নেই
·
মেয়াদ
থাকবে ৩০ দিন
·
শুধুমাত্র
একবার নিতে পারবেন
৬। ৪৩ টাকা
রিচার্জ
অফার
·
৪
জিবি ইন্টারনেট ৩ জিবি+ ১
জিবি ৪জি
·
সাথে
থাকছে ৪০ মিনিট
·
মেয়াদ
থাকবে -৫ দিন
·
শুধুমাত্র
একবারে নিতে পারবেন
৭। 101 টাকা রিচার্জ
অফার
·
আপনি
পারছেন ৬ জিবি ৪ জিবি+ ২ জিবি ৪ জি
·
১০০ মিনিট টক টাইম
·
মেয়াদ থাকবে ৩০ দিন
·
যত খুশি ততবার এই অফারটি নিতে পারবেন
শর্তাবলী
·
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন স্টার থ্রি হ্যাশ{*৩#}
·
মিনিট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন স্টার সেভেন সেভেন এইট স্টার জিরো হ্যাজ {*৭৭৮*০#}
·
ইন্টারনেট যেকোনো নেটওয়ার্কের ব্যবহার করা যাবে।
·
অফারটির
জন্য যোগ্য গ্রাহক কে এসএমএস এর
মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এছাড়া আপনার এয়ারটেল নম্বর থেকে *৮৮৮# অথবা*৮০৫০# নম্বর ডায়াল করেও বিস্তারিত জেনে নিতে পারবেন।
সাধারণ জিজ্ঞাসা
*প্রোডাক্টের ধরন কেমন?
=ডেটা, ভয়েস, কম্ব অফার।
*অফারটি সাবস্ক্রাইব করব কিভাবে?
=উল্লেখিত অ্যামাউন্ট রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন। মূল একাউন্টে রিচার্জকৃত টাকাযুক্ত হবে না।
*কোন ধরনের গ্রাহক অফারটির জন্য যোগ্য বলে বিবেচিত হবে?
=নির্ধারিত রবি বন্ধ প্রিপেইড সিম গ্রাহকরা অফার কি যোগ্য হবে।
*একজন গ্রাহক অফারটি কখন নিতে পারবে?
=এসএমএস পাওয়ার পর ক্যাম্পিং চলাকালীন যে কোনদিন অফারটি নিতে পারবেন।
*অফার সম্পর্কে আমি কিভাবে জানতে পারবো?
=সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারবেন।
*অফারটি পেয়েছি কিনা কিভাবে বুঝবো?
=সকলের রিচার্জের পর একটি কনফার্মেশন এসএমএস পাবেন।
*আমি কি নিজেই অফারটি চেক করতে পারব?
=হ্যাঁ, পারবেন। অফারটি চেক করতে ডায়াল করুন*৮৮৮#
*এই অফারের আওতায় মিনিট ব্যালেন্স চেক করব কিভাবে?
*এই অফারের আওতায় মিনিট ব্যালেন্স চেক করব কিভাবে?
=*৭৭৮*০# ডায়াল করে মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন।
*এই অফারের আওতায় ইন্টারনেট ব্যালেন্স চেক করব কিভাবে?
=*৩# ডায়াল করে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।
*কতবার এই অফার নিতে পারব?
=ক্যাম্পেইন চলাকালীন মাত্র একবার কিনতে পারবেন।
পরিশেষে বলা যায় এয়ারটেল সিম অফার , , ,
আপনার সাথেই আছে এবং থাকবে এয়ারটেল সম্পর্কে আমাদের ওয়েব সাইটে বিভিন্ন অফার সম্পর্কে আর্টিকেল রয়েছে।আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন... বিশ্বে অথবা বাংলাদেশের যে কোন বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ।